গুগলকে পাঁচ লাখ ১৫ হাজার ডলার জরিমানা

ইউটিউবে এক পদস্থ রাজনীতিবিদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালিয়ে তার রাজনৈতিক জীবন নষ্ট করার দায়ে জরিমানা করা হয়েছে গুগলকে।
অস্ট্রেলিয়ার এক আদালতের নির্দেশ, ঐ রাজনীতিবিদকে পাঁচ লাখ ১৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হবে। কারণ গুগলের অদূরদর্শিতার জন্যই ঐ নেতাকে সময়ের আগে তার কেরিয়ারে ইতি টানতে হয়েছে। আনন্দবাজার পত্রিকা
অস্ট্রেলিয়ার ঐ রাজনীতিবিদের নাম জন বারিলারো। অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ নিউ সাউ ওয়েলসের উপ-প্রধান তিনি।
অস্ট্রেলীয় আদালত জানিয়েছে, জনকে আক্রমণ করে ইউটিউবে ২টি ভিডিও শেয়ার করেছিলেন এক রাজনৈতিক ধারাভাষ্যকার। সেই ভিডিও ২টি ইউটিউবে আট লাখবার দেখা হয়েছে। ভিডিও ২টি থেকে লাখ লাখ ডলার আয় করেছে ইউটিউব, যার মালিকানা গুগলের।
অস্ট্রেলিয়ার ঐ আদালতের বিচারক ভিডিও ২টি প্রসঙ্গে বলেছেন, যেভাবে ঐ ভিডিওগুলোতে অস্ট্রেলীয় রাজনীতিককে আক্রমণ করা হয়েছে তা হিংসামূলক প্রচার বললেও কম বলা হয়।
আদালতের বক্তব্য, কোনো প্রমাণ ছাড়াই এমন সম্মানহানি করার এবং অপপ্রচার চালানোর খেসারত দিতেই হবে গুগলকে।
এবিসিবি/এমআই