Type to search

Lead Story আন্তর্জাতিক

খামেনির পোস্টার নিয়ে ইরানের জন্য রাজপথে ভারতের যে প্রান্তের মানুষরা

অক্টোবরের গোড়ায় ইরানের সমর্থনে রাস্তায় নেমেছেন কার্গিলের শিয়ারা

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ শুরু হতে পারে, এই আশঙ্কার মেঘ যখন ঘনিয়ে আসছে – তখন ভারতেরই একটি প্রত্যন্ত অংশে মানুষ কিন্তু প্রায় রোজ নিয়ম করে ইরানের সমর্থনে পথে নামছেন, সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ্ খামেনির ছবি নিয়ে মিছিল করছেন কিংবা হেজবুল্লাহ-র হয়ে স্লোগান দিচ্ছেন।

এতটাই, যে বাইরে থেকে এলে কেউ চট করে হয়তো বুঝতেই পারবেন না জায়গাটি ভারতে, না ইরানে!

সাধারণ গড়পড়তা ভারতীয়রা যখন ইসরায়েলের গোঁড়া সমর্থক বলে পরিচিত এবং ভারতের বিভিন্ন টিভি চ্যানেল ও সংবাদমাধ্যমও লাগাতার ইসরায়েল-ঘেঁষা প্রচারণা চালিয়ে যাচ্ছে – তখন ভারতের এই প্রান্তটি কিন্তু গোটা দেশের মধ্যেই এক অদ্ভুত ব্যতিক্রম।

জায়গাটি আর কোথাও নয় – চীন ও পাকিস্তান সীমান্তঘেঁষা লাদাখের কার্গিলে, যা ঠিক ২৫ বছর আগের এক গ্রীষ্মে ভারত ও পাকিস্তানের মধ্যে মারাত্মক লড়াইয়েরও সাক্ষী থেকেছে।

Translate »