Type to search

Lead Story রাজনীতি

ক্ষুদেবার্তা পেয়েছেন খালেদা জিয়া, ভ্যাকসিন নিতে চান বাসায়

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিতে ক্ষুদেবার্তা (এসএমএস) পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু বর্তমান পরিস্থিতি বিচেনায় তাকে ঘরের বাইরে নেওয়া সমচীন হবে না বলে মনে করছেন সাবেক এ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ডাক্তাররা। তাই নিজ বাসভবন ফিরোজায় করোনা ভ্যাকসিন নিতে চান খালেদা জিয়া।

খালেদা জিয়ার কোভিড-১৯ টিকার এসএমএস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী কবে ভ্যাকসিন নেবেন সে ব্যাপারে জাহিদ বলেন, ঈদের আগে যেকোনো সময় বিএনপি চেয়ারপারসন টিকা নিতে পারেন। তবে, কবে নেবেন তার সিদ্ধান্ত হয়নি।

গত ৮ জুলাই ভ্যাকসিন নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন বেগম জিয়া। নিবন্ধনে ভ্যাকসিন কেন্দ্র নির্বাচন করা হয় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। জানা যায়, নিবন্ধনের পর আজ সোমবার (১৯ জুলাই) টিকা নিতে এসএমএস পেয়েছেন খালেদা জিয়া।

এদিকে, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, বিএনপি চেয়ারপরসনকে দেওয়া এসএমএস এ ভ্যাকসিন নেওয়ার জন্য কত তারিখ উল্লেখ করা হয়েছে তিনি জানেন না। খালেদা জিয়ার চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানেন। তিনি জানান, ম্যাডামের চিকিৎসকরা এই মুহূর্তে বাইরে নেওয়া নিরাপদ মনে করছেন না তাকে। তারা চাচ্ছেন ম্যাডামকে বাসায় রেখেই ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করতে। এ জন্য দলের মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন।

Translate »