Type to search

Lead Story আন্তর্জাতিক

ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ মৃত্যু সংখ্যা বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৬ জানুয়ারি) ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ জানুয়ারি)  বিকেলে তিনি মারা যান।

এ নিয়ে ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতার ঘটনায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫।

হামলার সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। এরপর গুরুতর আহত অবস্থায় মৃত্যু হয় আরো ৩ জনের।

এই ঘটনায় কমপক্ষে ৫০ পুলিশ কর্মকর্তা আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে ১৫টি বলে জানা গেছে।

Translate »