Type to search

Lead Story সারাদেশ

কোভিড-১৯: সাতক্ষীরায় আরো ৮ জনের মৃত্যু, মোট মৃত্যু ২৮৮

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় টানা ৩য় সপ্তাহের লক ডাউন এর ৫ম দিনে কোভিড-১৯ সংক্রমণের হার কমতে শুরু করেছে। ২৪ ঘন্টায় সাতক্ষীরায় আরো ৭৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময় ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পজিটিভ শনাক্তের হার ২৭ দশমিক ৪ শতাংশ। এছাড়াও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সাত জন ও করোনা পজিটিভ একজন মোট আট জনের মৃত্যু হয়েছে ২৪ ঘন্টায়।

এ পর্যন্ত জেলায় করোনাভাইরাস পজিটিভ ৬৩জন ও করোনা উপসর্গ নিয়ে ২৮৮ জনের মৃত্যু হয়েছে। লকডাউনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি থাকায় রাস্তায় আগের চেয়ে কম রয়েছে মানুষের উপস্থিতি। সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের কাঁচা বাজার পিটিআই মাঠে স্থানান্তর করায় চাপ কমেছে।

Translate »