Type to search

Lead Story জাতীয়

কোভিড-১৯ রোধে শপিংমল-রেস্তোরাঁয় মাস্ক পরা বাধ্যতামূলকসহ ছয় নির্দেশনা

corona-সারা বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ লাখ মানুষ করোনাক্রান্ত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এ অবস্থায় শপিংমল-বাজার-রেস্তোরাঁ-মসজিদসহ সব জনসমাগম স্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করে কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালনসহ সরকার ছয় নির্দেশনা জারি করেছে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, সম্প্রতি সারাদেশে করোনাভাইরাস আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। মানুষের মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি অনুসরণে যথেষ্ট শৈথিল্য দেখা যাচ্ছে। সরকারের উচ্চ মহলে বিষয়টি আলোচনা হচ্ছে।

১৪ জুন কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় নেওয়া সুপারিশ ও  নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য নির্দেশনা জারি করে সরকার।

১. স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সব প্রকার গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে।

২. সব ক্ষেত্রে মাস্কপরা বাধ্যতামূলক করা, ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম যথাসম্ভব বর্জন করতে হবে।
৩. ধর্মীয় প্রার্থনার স্থান, মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদিতে মাস্কপরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৪. জ্বর, সর্দি, কাশি বা করোনা-এর উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করার জন্য উদ্বুদ্ধ করতে হবে।

৫. দোকান, বাজার, শপিংমল, হোটেল-রেস্টুরেন্টের সব ক্রেতা-বিক্রেতা সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। কেউ পরতে চাইলে তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে।

৬. স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরার বিষয়ে সব মসজিদে জুমার নামাজে খুতবায় সংশ্লিষ্টদের সচেতন করবেন ইমামরা।

এবিসিবি/এমআই

Translate »