Type to search

Lead Story জাতীয়

কোভিড-১৯: দেশে রেকর্ড ২৩০ জনের মৃত্যু

দেশে কোভিড-১৯ মহামারিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ২৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় শনাক্ত হয়ে মৃতের সংখ্যা ১৬ হাজার ৪১৯ জনে দাঁড়াল।

গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ১১ হাজার ৮৭৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের নিয়ে দেশে করোনা শনাক্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে।

রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এরআগে শনিবার করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা ১০ হাজারের নিচে নামলেও রোববার তা বেড়ে যায়। করোনায় শনাক্ত হয়ে গত ৯ জুলাই দেশে ২১২ জনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৬২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে সুস্থ হয়ে উঠেছেন আট লাখ ৭৪ হাজার ৫০১ জন।

নমুনা পরীক্ষা বিবেচনায় দেশে করোনা আক্রান্ত বলে শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৩৩ পুরুষ ও ৯৭ জন নারী।  তাদের ১৬৯ জন সরকারি হাসপাতালে, ৪২ জন বেসরকারি হাসপাতালে ও বাড়িতে মারা গেছেন ১৯ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয় এবং ১৮ মার্চ এ ভাইরাসে শনাক্ত প্রথম একজনের মৃত্যু হয়। গত ২৭ জুন থেকে কোভিড-১৯ মৃত্যুর সংখ্যা একশ’র উপরে।

গত ২৪ গণ্টায় মৃত ২৩০ জনের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৫১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৪২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১৯ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

বিভাগওয়ারি বিশ্লেষণে দেখা গেছে, খুলনা বিভাগে সর্বাধিক ৬৬, ঢাকায় ৫৬ জন, চট্টগ্রামে ৩৯ জন, রাজশাহীতে ২৬, বরিশালে পাঁচ জন, সিলেটে ৮ জন, রংপুরে ২২ জন, ময়মনসিংহে পাঁচজন মারা গেছেন।

Translate »