কোভিড-১৯: গণপরিবহন চালু, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

কোভিড-১৯ মহামারির ঊর্ধ্বগতি ঠেকাতে বন্ধ করে দেওয়া হয় গণপরিবহন। প্রায় ৩ সপ্তাহ পর বৃহস্পতিবার (৬ মে) সারাদেশে চালু হয়েছে গণপরিবহন। তবে আন্তঃজেলা পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে গণপরিবহন চালুর প্রথম দিনে ঢাকায় ফিরেছে চিরচেনা যানজট। অন্যান্য পরিবহনের মতো বিভিন্ন রুটের বাস চলছে। তবে যাত্রীরা স্বাস্থ্যবিধি মানছেন না। কিছু কিছু বাসে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের গন্তব্যে যেতে দেখা গেলেও অধিকাংশ বাসে গাদাগাদি করে চলাচল করতে দেখা গেছে যাত্রীদের। অনেকের মানুষের মুখে মাস্ক পরতে দেখা যায়নি।
গণপরিবহন চালুর প্রথম দিতে আজ ঢাকায় ফিরেছে চিরচেনা যানজট।
কিছু কিছু বাসে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের গন্তব্যে যেতে দেখা গেলেও অনেককেই ঠিকমতো মাস্ক পড়তে দেখা যায়নি ।
দেশের সব জেলায় গণপরিবহন চালু হয়েছে। তবে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।
নিজ গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদের ভিড় দেখা গেছে বাস স্টেশনে।