Type to search

Lead Story সারাদেশ

কোভিড-১৯: খুলনা বিভাগে আরও ৫২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ খুলনা বিভাগে কোভিড-১৯ আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এক হাজার ১৬৫ জনের।

আজ সোমবার (১৯ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল রবিবার খুলনা বিভাগে ৫১ জনের মৃত্যু হয়েছিলো।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ১২ জন, যশোরে ১১, মেহেরপুরে ৫ জন, ঝিনাইদহে ৩ জন, বাগেরহাট, মাগুরা ও নড়াইলে দুজন করে এবং সাতক্ষীরায় ১ জন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৮২ হাজার ৫৮৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৯৪৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৪০৫ জন।

Translate »