Type to search

Lead Story জাতীয়

কোভিড-১৯: কাল থেকে খুলছে দোকানপাট ও শপিংমল

আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকান। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়েছে।

উপসচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে দোকানপাট ও শপিংমল। তবে, স্বাস্থ্যবিধি না মেনে চললে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিনেশন কার্যক্রমও যথারীতি চলমান থাকবে।

করোনার ঊর্ধ্বগতির কারণে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারাদেশে দোকানপাট, শপিংমল, হোটেল-রেস্তারাঁসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

এরপর গতকাল বুধবার (৭ এপ্রিল) থেকে সিটি করপোরেশন এলাকায় সরকার সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত দেয়।

Translate »