Type to search

Lead Story সারাদেশ

কুড়িগ্রামে পাহাড়ি ঢলে ৩২ গ্রামের মানুষ পানিবন্দি

জেলা প্রতিনিধিঃ কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারীতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৩২ গ্রামের ২০ হাজার মানুষ। তলিয়ে গেছে ১০৭ হেক্টর জমির পাট, ধান ও শাকসবজি।

এছাড়া রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা ও ভেলা। উপজেলার ২১টি বিদ্যালয়ে পানি ওঠায় ব্যহত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান।

শনিবার (১১ জুন) বিকেলে সরেজমিন ঘুরে দেখা যায়, রৌমারী উপজেলার তিন ইউনিয়নের ৩২ গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। মূলত যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর, কাশিয়াবাড়ী, লালকুড়া, বিক্রিবিল, শ্রীফলগাতি, চর লাঠিয়ালডাঙ্গা, বালিয়ামারী, খেওয়ারচর, বকবান্দা, আলগারচর, পাহাড়তলী, যাদুরচর পূর্বপাড়া, তিনঘড়িপাড়া, বকবান্ধা এবং রৌমারী সদর ইউনিয়নের বাওয়াইরগ্রাম, দুবলাবাড়ী, রতনপুর, কলাবাড়ি, বড়াইবাড়ি, চুলিয়ারচর, ঝাউবাড়ি, উত্তর বারবান্দা, ইজলামারী, ফুলবাড়ি, ভুন্দুরচর, নয়ারচর, গোয়ালগ্রাম, চান্দারচর, খাটিয়ামারী, মাদারটিলা, পূর্বইজলামারী, কড়াইকান্দি ও ঠনঠনিপাড়া এলাকার ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এছাড়া দেখা যায়, পুরাতন যাদুরচর ও চর লালকুড়া, খেওয়ারচর ও পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চারটিতে পানি উঠে গেছে। পানিতে তলিয়ে গেছে কৃষকের ধান, পাটের ফসলি জমিসহ শাকসবজির বাগান।

কাশিয়াবাড়ি গ্রামের কৃষক আকবর আলী জানান, এবার আড়াই বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। এরমধ্যে দেড় বিঘা জমির ধান কাটতে পারলেও ভারত থেকে হঠাৎ পাহাড়ি ঢল এসে বাকি এক বিঘার ধান তলিয়ে গেছে। এতে আমার ২১ হাজার টাকার ক্ষতি হয়েছে।

যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয় ও বাড়ির চারপাশে পানি ওঠায় তারা নিয়মিত স্কুলে যেতে পারছে না। এতে পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে।

এবিসিবি/এমআই

Translate »