Type to search

Lead Story জাতীয়

কুরবানীর ত্যাগের মহিমায় উজ্জ্বীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহার প্রাক্কালে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়ে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী জানান, ‘গত ১ বছরেরও বেশি সময় ধরে আমরা অদৃশ্য শত্রু করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং ইনশাল্লাহ জিতবোই আমরা।’
শেখ হাসিনা এক ভিডিও বার্তায় দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।  ভিডিও বার্তাটি বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচারিত হয়।
তিনি জানান, ‘আমি ত্যাগের মহিমায় সমুজ্জ্বল জানাই সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। প্রবাসী ভাই বোনদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছ।’
শেখ হাসিনা জানান, গত ১ বছরেরও বেশি সময় ধরে আমরা করোনায় এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এর মধ্যে আমরা হারিয়েছি আমাদের অনেক আপনজনকে। আজকে স্মরণ করছি তাদের। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে, এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং আমরা জিতবো ইনশাল্লাহ।
শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে আরো জানান, আসুন আমরা কুরবানীর ত্যাগের মহিমায় উজ্জ্বীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।
কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভাল থাকুন, সুস্থ্য থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

Translate »