কুমিল্লায় ট্রাকের ধাক্কায় সিএনজি আটেরিকশার ৫ যাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ কুমিল্লায় ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত আটেরিকশার ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশার আরও দুই আরোহী আহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যু ব্যক্তিরা হলেন, অটোরিকশাচালক জুলহাস মিয়া এবং যাত্রী সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম ও মো. জালাল। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর। তিনি বলেন, নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। মরদেহগুলো থানায় আনা হয়েছে। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে।
এবিসিবি/এমআই