Type to search

Lead Story জাতীয়

কিছু মানুষের কাজই হলো খুঁত ধরা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কিছু লোক আছে, যা কিছু করতে যাবেন খুঁত ধরবেই। এভাবে ফল প্রকাশ করা হয়েছে বিশেষজ্ঞদের সিদ্ধান্তে। কোভিড-১৯ পরিস্থিতিতে ক্লাস শুরু করলে যদি কেউ সংক্রামিত হয় তাহলে তার দায়ভার কে নিবে।’

আজ শনিবার (৩০ জানুয়ারি) সকালে ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকালে এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ হয়। গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ডিজিটালি এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফল নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও জানান, ‘পরীক্ষার ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করলে শিক্ষার্থীদের ওপর চাপ বাড়বে। লক্ষ্য রাখতে হবে আমাদের ছেলে-মেয়েদের জীবনের দিকে, যাতে তারা হতাশ হয়ে না যায়। করোনাভাইরাসর কারণে এমনিতে তারা স্কুল ও কলেজে যেতে পারছে না। এটা বড় বাধা তাদের জীবনের জন্য।’

যেন একটা বছর নষ্ট না হয় শিক্ষার্থীদের জীবন থেকে, তাই এভাবে ফল ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোভিড-১৯ মহামারির মধ্যে ফল তৈরি করার জন্য শিক্ষাবোর্ড, শিক্ষক ও এর সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।

গত বছরের এপ্রিলে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লক্ষ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই পরীক্ষা আয়োজন করেনি শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষার পরিবর্তে পরীক্ষার্থীদের এসএসসি ও সমমানের ৭৫ শতাংশ এবং জেএসসি ও সমমানের ২৫ শতাংশ গড় ফলের ভিত্তিতে মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে।

Translate »