Type to search

Lead Story জাতীয়

কাশিমপুর কারাগারে নারীর সাথে সময় কাটানো ঘটনায় জ্যেষ্ঠ জেল সুপার, জেলারসহ ১১ জন বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ হল-মার্কের কারাবন্দী মহাব্যবস্থাপক তুষার আহমদ বিধি লঙ্ঘন করে এক নারীর সাথে সময় কাটানোর ঘটনায় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার, জেলার ও ডেপুটি জেলারসহ বরখাস্ত করা হয়েছে ১১ জনকে।

এ ছাড়া আরও ৭জনের বিরুদ্ধে বিভাগীয় নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সূত্র জানিয়েছে,, বরখাস্তকৃতরা হচ্ছেন, জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায়, জেলার নূর মোহাম্মদ মৃধা ও ডেপুটি জেলার গোলাম সাকলায়েন। এছাড়া বরখাস্তের তালিকায় ৬জন কারারক্ষী, ১ জন সহকারী প্রধান কারারক্ষী ও সার্জেন্ট ইনস্ট্রাক্টর রয়েছেন।

এ ঘটনায় কারা অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরর সুরক্ষা বিভাগের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন জানান, জমা দেওয়া হয়েছে ৪৯ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন। যেখানে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে ১৮ কর্মকর্তা ও কারারক্ষীর বিরুদ্ধে।’

কাশিমপুর কারাগারে বন্দী হল-মার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদ বিধি লঙ্ঘন করে এক নারীর সাথে সময় কাটান। এতে কারাগারের ২ কর্মকর্তা সহযোগিতা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৬ জানুয়ারি কারাগারের ক্লোজড সার্কিট টেলিভিশনের (সিসিটিভি) ক্যামেরায় ধরা পড়ে এ চিত্র।

ঘটনার তদন্তে জেলা প্রশাসন গত ১২ জানুয়ারি ৩ সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটিও জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন।

Translate »