Type to search

Lead Story জাতীয়

কারাগারে নারীর সঙ্গে বন্দির সময় কাটানোর ঘটনায় জড়িতরা শাস্তি পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কারাগারে নারীর সাথে সাজাপ্রাপ্ত বন্দির সময় কাটানোর ঘটনায় জড়িতরা বিধি অনুসারে শাস্তি পাবে। শনিবার (২৩ জানুয়ারি) একটি জাতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

এদিকে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন জানিয়েছেন।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হলমার্ক কেলেঙ্কারির অন্যতম হোতা হলমার্কের মহাব্যবস্থাপক তুষার আহমদের সাথে এক নারীর অন্তরঙ্গ সাক্ষাতের ঘটনা ঘটেছে। গত ৬ জানুয়ারি কারাগারের সিসি ক্যামেরায় এ চিত্র ধরা পড়ে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ঘটনাটি ধরা পড়ার পর তোলপাড় শুরু হয় কারা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, কারাগারের প্রবেশ পথে কর্মকর্তাদের কার্যালয় সংলগ্ন এলাকায় কালো রঙের জামা পরে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছেন হলমার্ক কেলেঙ্কারির সাথে জড়িত হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ। এর পর ডেপুটি জেলারের কক্ষে আসেন তিনি। ডেপুটি জেলারের কক্ষ থেকে ২ কারা কর্মকর্তা কক্ষ থেকে বের হয়ে যাওয়ার পর বেগুনি রঙের সালোয়ার কামিজ পরিহিত ১ নারী ওই কক্ষে প্রবেশ করেন। সেখানে তুষার আলী ওই নারীকে জড়িয়ে ধরেন এবং সেই দৃশ্য ভিডিও ফুটেজে দেখা যায়। ওই নারী তুষার হোসেন আহমদের স্ত্রী বলে কারা সূত্র নিশ্চিত করেছে।

ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসন ১২ জানুয়ারি ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। আর ২১ জানুয়ারি ৩ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করেছে কারা কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জেলা প্রশাসন গঠিত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম জানিয়েছেন। ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করে ডেপুটি জেলার সাকলাইন, সার্জেন্ট আব্দুল বারী ও প্রধান কারারক্ষী খলিলুরকে প্রত্যাহার করে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

Translate »