Type to search

Lead Story আন্তর্জাতিক

কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্কারোপ স্থগিত

কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সাময়িক সময়ের জন্য সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, দেশ দুইটির ওপর ট্রাম্পের শুল্কারোপ আজ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু এটি এক মাসের জন্য স্থগিত থাকবে।

বিবিসি বলছে, মেক্সিকো ও কানাডা উভয় তাদের সীমান্তে নিরাপত্তা জোরদার ও মাদক পাচার ঠেকাতে অঙ্গীকার করেছে। এরপরেই ট্রাম্প এক মাসের জন্য শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

এর আগে ট্রাম্প নিশ্চিত করেছেন যে কানাডা যুক্তরাষ্ট্রে মাদক পাচার ঠেকাতে সিদ্ধান্ত নিয়েছে। এরপরেই কানাডার পণ্যের ওপর শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প।

নিজের সোশ্যাল ট্রুথে ট্রাম্প লিখেছেন, আমাদের উত্তর সীমান্ত নিরাপদ থাকবে তা নিশ্চিত করতে কানাডা সম্মত হয়েছে।

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা জন্য তিনি ১ দশমিক ৩ বিলিয়ন ডলার অর্থ বরাদ্দ দিচ্ছেন। সীমান্তে বিমান, নিরাপত্তা রক্ষী, প্রযুক্তি মোতায়েন ছাড়াও ফেন্টানিল মাদক পাচার রোধ ঠেকানোর ব্যবস্থার কথা জানিয়েছেন ট্রুডো।

এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছেন। এরপরেই মেক্সিকোর পণ্যের ওপর শুল্কারোপ এক মাসের স্থগিত করা হয়।

-বিবিসি

Translate »