কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

কানাডায় এক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে কানাডার রাজধানী অটোয়া থেকে টরন্টো যাওয়ার পথে ৪০১ হাইওয়েতে তারা এই দুর্ঘটনায় পড়েন।
নিহতরা হলেন- বাংলাদেশ ও কানাডার প্রসিদ্ধ প্রিমিয়াম সুইটসের কর্ণধার মনিরুজ্জামান, তার শাশুড়ি ও প্রিমিয়াম সুইটসের অন্যতম কারিগর লিয়াকত হোসেন। এদের মধ্যে মনিরুজ্জামান চিকিৎসাধীন অবস্থায় সানিব্রুক হসপিটালে শুক্রবার মারা যান। বাকি ২ জন বৃহস্পতিবারই ঘটনাস্থলে মারা যান।
উল্লেখ্য মনিরুজ্জামান বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রেসিডেন্ট এইচ এম ইকবালের ছোটভাই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।