কর্মীদের হট্টগোলে ক্ষুব্ধ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বক্তব্য দেওয়ার সময় মঞ্চের পাশে এসে কর্মীদের অনবরত কানাঘুষা ও কথা বলায় ক্ষুব্ধ হয়েছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একপর্যায়ে তিনি বক্তব্য দেওয়া বন্ধ করে ডায়াস থেকে নিজের আসনে গিয়ে বসে পড়েন।
শনিবার (৬ নভেম্বর) কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘তরিকুল ইসলাম স্মৃতি সংসদ’ আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
পরে হট্টগোলকারীদের দিকে তাকিয়ে তিনি বলেন, সমস্যাটা কী? এভাবে আমি কথা বলব না। পরে সকলে পিনপতন নীরব হওয়ার পর আবার ডায়াসে এসে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব।
স্মরণসভা উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের নিচতলার মিলনায়তনে সহাস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে তিল পরিমাণ ঠাঁই ছিল না। এমনকি সংবাদমাধ্যমের কর্মীদের জন্যও কোনো নির্ধারিত স্থান বরাদ্দ রাখা হয়নি। ফলে অনেক সংবাদকর্মী অনুষ্ঠান কভার না করে চলে যান। বিগত কয়েকটি দলীয় কর্মসূচিতে এ রকম সমস্যা তৈরী হলেও দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন অনেক সংবাদকর্মী। অনুষ্ঠানে নেতারা যখন বক্তব্য দিচ্ছেন তখনও পেছনের দিকে এবং মূল মঞ্চের দুই পাশে কর্মীরা সর্বক্ষণ কথা বলতে থাকেন। এ নিয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দিতে এসে কর্মীদের কানাঘুষা ও কথা বলা বন্ধ করতে বলেন। কিন্তু এরপরও কিছু কিছু কর্মী সেদিকে কর্ণপাত করছিলেন না।
একপর্য়ায়ে তারা বলেন, কথা শুনতে না চাইলে এই কক্ষের বাইরে চলে যান অথবা আপনারা মাইকে এসে কথা বলেন, আমরা মঞ্চে বসে শুনি।
এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতির বক্তব্য দেওয়ার সময়েও একই অবস্থার সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ডায়াস থেকে তিনি নিজের আসনে গিয়ে বসে পড়েন।-সমকাল
এবিসিবি/এমআই