Type to search

Lead Story সারাদেশ

করোনায় বিপর্যয় সাতক্ষীরা, আরো রেকর্ড ১৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত রেকর্ডসংখ্যক ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে অক্সিজেন সংকটে। এদের ৪জন ছিলেন কোভিড-১৯ পজিটিভ। অন্যরা মারা গেছেন উপসর্গ নিয়ে।

বুধবার (৩০ জুন) বিকালে সাতক্ষীরা মেডিকেলে সেন্ট্রাল অক্সিজেনের প্রেসার কমে আসতে থাকে। সেই সংকট মুহূর্তে পর পরই  আইসিইউতে ২জন, সিসিইউতে ২জন এবং সাধারণ ওয়ার্ডে আরও ৪জনসহ ৮জনের মৃত্যু হয়।

রোগীদের স্বজনদের অভিযোগ— অক্সিজেন বিপর্যয় দেখা দিলেও তা পূরণ করতে কর্তৃপক্ষের গাফিলতিতে এসব রোগী মারা গেছেন। গতকাল রাত ৮টার দিকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ স্বাভাবিক হয়।

এদিকে এর আগে বুধবার (৩০ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও সাতজনের মৃত্যু হয়। তাদের মধ্যে ২জন ছিল করোনা পজিটিভ। অন্যরা উপসর্গে মারা গেছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেছেন, সেন্ট্রাল অক্সিজেনে প্রেসার কমে গেলেও অক্সিজেন সংকটে কেউ মারা যায়নি। এ সময় চারজন কোভিড-১৯ পজিটিভ রোগীর অবস্থা খুবই সংকটজনক ছিল দাবি করে তিনি বলেন, সিসিইউ ও আইসিউতে ছিলেন তারা।

সাতক্ষীরা মেডিকেলে বড় আকারের অক্সিজেন সিলিন্ডার রয়েছে ৭৬টি। সংকট দেখা দিলেই তা স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন সরবরাহ করে থাকে।

এদিকে এখন পর্যন্ত ২৭৫ জন কোভিড-১৯ রোগী মেডিকেলে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ২৬ জন। অন্যরা কোভিড-১৯ উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে; যা হিসেবে ৫৫ শতাংশ।

Translate »