Type to search

Lead Story জাতীয়

করোনায় দেশে মৃত্যুশূন্য, শনাক্ত ১৭৮

করোনাভাইরাসে শনাক্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কোনো ব্যক্তি মারা যাননি। তবে নতুন করে ১৭৮ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৭৮ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে। যেখানে শনাক্তের হার এক দশমিক ১৮ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৮ হাজার ছয়জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনাভাইরাস আক্রান্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে শনাক্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে কোভিড-১৯ মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে ১দিনে সর্বোচ্চ মৃত্যু।

এবিসিবি/এমআই

Translate »