Type to search

Lead Story খেলাধুলা

করোনায় আক্রান্ত সাকিব আল হাসান

ঢাকা টেস্টে নেই সাকিব-এবিসিবি নিউজ-abcb news

করোনায় আক্রান্ত হয়েছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, সকালে দেশে ফিরেছেন সাকিব। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

তিনি আরও জানান, বিসিবির কোভিড প্রোটকল অনুযায়ী কেউ পজিটিভ হলে তাকে ৫ দিন আইসোলেটেড থাকতে হবে। সে ক্ষেত্রে সাকিবের পরবর্তী টেস্ট হবে আগামী ১৫ তারিখ।

এবিসিবি/এমআই

Translate »