করোনার নতুন ধরণ ওমিক্রনের বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর বুস্টার ডোজ

দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ওমিক্রন ধরনের বিস্তার রোধে ভ্যাকসিন বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের একদল গবেষকের মতে, ওমিক্রনের বিরুদ্ধে ৮৫ শতাংশ সুরক্ষা দিতে পারে ভ্যাকসিন বুস্টার ডোজ। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বুস্টার ডোজ নেওয়া থাকলে করোনার নতুন ধরণ ওমিক্রনে সংক্রমিত হলেও গুরুতর অসুস্থতা বা হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমে যায়।
গবেষণাটি করেছে যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ লন্ডনের একটি দল। ওমিক্রন নিয়ে পাওয়া সীমিত তথ্যের ওপর ভিত্তি করে তারা এ গবেষণা চালিয়েছেন। তাদের দাবি, দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা না গেলে গোটা বিশ্বে অনিশ্চয়তা বাড়বে।
গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যে প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা। তবে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যে প্রতিদিন যত সংখ্যক ব্যক্তি করোনায় শনাক্ত হচ্ছেন, দেশটির গত ২ বছরের মহামারির ইতিহাসে এত বেশি দৈনিক সংক্রমণের ঘটনা কখনও ঘটেনি।
বুধবার (১৫ ডিসেম্বর) যুক্তরাজ্যে কোভিড-১৯ নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭৮ হাজার ১৫৮ জন। তার পরের দিন, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ৮৮ হাজার ১৯৫ জনে এই সংখ্যা বেড়ে পৌঁছেছে।
কিন্তু এই ২দিনের নতুন আক্রান্ত রোগীর সংখ্যাকে ছাপিয়ে গেছে শুক্রবারের (১৭ ডিসেম্বরের) রেকর্ড। এই দিন দেশটিতে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৯৩ হাজার ৪৫ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুসারে, বিশ্বের ৬৩টি দেশে ছড়িয়ে ওমিক্রন।
এবিসিবি/এমআই