Type to search

Lead Story আন্তর্জাতিক

ওমিক্রন আতঙ্কে ভারতে ক্রিসমাস নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়তে শুরু করেছে ভারতের রাজধানী দিল্লিতে। এনিয়ে আসন্ন বড়দিন ও নতুন বর্ষ উদযাপন উপলক্ষে দিল্লিতে সকল ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। গত একদিনে দিল্লিতে নতুনে করে ১২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে যা প্রদেশটিতে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে সকল ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক এবং উৎসব সম্পৃক্ত সমাবেশ নিষিদ্ধ। তবে খাবারের দোকান এবং বার অর্ধেক বসার আসন নিয়ে খোলার অনুমতি দেওয়া হয়েছে। একইসঙ্গে  বড়দিন এবং নতুন বর্ষ উদযাপনের আগে দেশটির যেসব অঞ্চলে করোনার সংক্রমণ বেশি তা চিহ্নিত করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, সিনেমা, থিয়েটা এবং মাল্টিপ্লেক্স এখন শতভাগ আসন নিয়ে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে অডিটোরিয়াম এবং সমাবেশ হলে ৫০ ভাগ আসন রাখার অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া বিয়ের অনুষ্ঠান এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় ২০০ জনের বেশি সমাগম করতে পারবে না বলে জানানো হয়েছে। সামাজিক দূরত্ব এবং মাস্ক পড়া বিষয়ে কড়া পদক্ষেপ নিতে  দিল্লির পুলিশ ও জেলা প্রশাসন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত দিল্লিতে ৫৭ জন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে। যা দেশটিতে সব প্রদেশের মধ্যে সর্বোচ্চ। তথ্যসূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

এবিসিবি/এমআই

Translate »