Type to search

Lead Story রাজনীতি সারাদেশ

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ

জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জানা যায়, সোমবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে ওবায়দুল কাদেরের নিজ বাড়ি বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের গ্রামের বাড়ির প্রবেশ পথে একদল দুর্বৃত্ত গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে এবং কাদেরের পরিবারকে গালিগালাজ করে পালিয়ে যায়। এর আগেও তার বেশ কয়েকবার বাড়িতে হামলা চালানো হয়।

খবর পেয়ে নোয়াখালী ডিবি পুলিশ ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা ও ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বর্তমানে বসুরহাট বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। ডিবি পুলিশ, র‌্যাব, দাঙ্গা পুলিশের টহল জোরদার করা হয়।

ককটেল হামলার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল করে বসুরহাট বাজারে। এ ব্যাপারে বাড়িতে অবস্থানকারী মেয়র আবদুল কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান বকুল জানান, মেয়রের রাজনৈতিক প্রতিপক্ষরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল ও ১টি গুলির খোসা উদ্ধার করা।

Translate »