Type to search

Lead Story বাংলাদেশ রাজনীতি

ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে জনসমাগমের চেষ্টা

এক লাখ টাকা করে ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে ‘অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠন। গতকাল রোববার দিবাগত রাত ১টার পর সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে প্রলোভনে পড়া সাধারণ মানুষ শাহবাগে এসে জড়ো হতে শুরু করেন।

সোমবার সকালে অনেকেই শাহবাগে এসে জড়ো হন। সেখানে কেন এসেছেন গণমাধ্যমকর্মীরা তাদের কাছে জানতে চান। তবে তাদের বেশির ভাগই জানেন না, শাহবাগে ঠিক কী হবে। তারা বলেন, ‘তাদের এক লাখ টাকা করে ঋণ দেয়া হবে এজন্যই তারা সেখানে এসেছেন।’

সেখানে আসা লোকজন জনায়, ‘অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। শাহবাগে যারা উপস্থিত হবেন, তাদের এক লাখ টাকা করে ঋণ দেয়া হবে।

 

তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার করে টাকা নেয়া হয়েছে বলেও কেউ কেউ জানিয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাহিন গণমাধ্যমকে বলেন, ‘অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠন শাহবাগে অনেক মানুষ জমায়েত করতে অনুমতি চেয়েছিল। কিন্তু অনুমতি দেয়া হয়নি। যারা এই সমাবেশে আসবেন, তাদের এক লাখ টাকা ঋণ দেয়া হবে বলে প্রলোভন দেয় সংগঠনটি।’

মানবজমিন

Translate »