Type to search

Lead Story আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র মহড়া রাশিয়ার

সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদান ঠেকানো ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতির মধ্যেই শনিবার (১৯ ফেব্রুয়ারি) পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াশিংটন বলছে, ইউক্রেনের সীমান্তের কাছে রুশ সেনারা হামলা করতে প্রস্তুত। পশ্চিমা দেশগুলোও স্নায়ুযুদ্ধের পর থেকে সবচেয়ে খারাপ সংঘাত শুরু হওয়ার আশঙ্কা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, রুশ বাহিনী তাদের সাবেক সোভিয়েত প্রতিবেশীর সীমান্তের কাছাকাছি যেতে শুরু করেছে। লিথুয়ানিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি তিনি (পুতিন) সংঘাতে যাওয়া থেকে বিরত থাকবেন।’

putinএকসঙ্গে বসে মহড়া পর্যবেক্ষণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্দ্রো লুকাশেঙ্কোl’

এদিকে, শনিবার ক্ষেপণাস্ত্র মহড়া পর্যবেক্ষণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক বোমা বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল মহড়া চালিয়েছে রাশিয়া। পরিকল্পিত মহড়ার অংশ হিসেবে এই কর্মযজ্ঞ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। বার্ষিক এই মহড়া প্রেসিডেন্ট পুতিন পর্যবেক্ষণ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্দ্রো লুকাশেঙ্কো।

এবিসিবি/এমআই

Translate »