Type to search

Lead Story আন্তর্জাতিক

ইরাক যুদ্ধের অন্যতম পরিকল্পনাকারী কলিন পাওয়েল আর নেই

ইরাক যুদ্ধের অন্যতম পরিকল্পনাকারী ও জর্জ ডব্লিউ বুশের সহযোগী যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন।৮৪ বছর বয়সী কলিন করোনা জটিলতায় মারা গেছেন বলেন তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা এবং প্রথম আফ্রিকান-আমেরিকান, যিনি ২০০১ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হন। খবর বিবিসি অনলাইনের।

পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা আমাদের গুরুত্বপূর্ণ এবং ভালোবাসার স্বামী, বাবা, দাদা এবং একজন মহান আমেরিকানকে হারিয়েছি। আমরা স্বাস্থ্যসেবীদের ধন্যবাদ দিতে চাই যারা তার চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। বিবৃতিতে বলা হয়, তার করোনা টিকার পুরো ডোজ দেওয়া ছিল।

পাওয়েল ছিলেন মডারেট রিপাবলিকান যিনি ২০০৮ সালে বারাক ওবামাকে সমর্থন করে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ রাজনীতিবিদের বিশ্বস্ত সামরিক উপদেষ্টা ছিলেন।

তিনি ভিয়েতনাম যুদ্ধে অংশ নিয়ে আহত হয়েছিলেন।সেই যুদ্ধের অভিজ্ঞতাই পরবর্তীতে তাকে তার নিজের সামরিক এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে সাহায্য করেছিল।

এবিসিবি/এমআই

Translate »