Type to search

Lead Story রাজনীতি

আ. লীগের কাজই হচ্ছে সংঘাত সৃষ্টি করা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের কাজই হচ্ছে সংঘাত সৃষ্টি করা। সম্প্রতি বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের জুলুম নির্যাতন বিভিন্ন কৌশল বেড়েই চলছে।

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে ব্যবহার করে খুন, হত্যা, মিথ্যা মামলা, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে মিথ্যা মামলায় নাম ভুক্ত নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করা হচ্ছে।

তিনি বলেন, বুধবার চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে আসা-যাওয়ার সময়ে যুবদলের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময়ে যুবদলের কয়েকজন নেতাদের আটক করেছে পুলিশ। কি একটা অবস্থা, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে আবার বিএনপির নামেই মামলা করে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুরনো মামলাগুলো আবার সচল করা হচ্ছে, তড়িঘড়ি করে মামলার রায়গুলো দিতে চেষ্টা করে যাচ্ছে সরকার। এ সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে, বিএনপিকে মাঠে নামতে না দেওয়া, মাঠ ছাড়া করা।

বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নরসিংদী বাড়িতে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, অতি সম্প্রতি এক ভয়ংকর চক্রান্তমূলক হত্যাকাণ্ড ঘটিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলার আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য  খায়রুল কবির খোকনকে এবং তার সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য শিরীন সুলতানাসহ নরসিংদীর প্রায় ৫০ জন ছাত্রনেতা, যুবনেতা ও বিএনপি নেতার বিরুদ্ধে একটি মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। শুধু তাই নয় খোকনের নরসিংদীর বাসভবন ও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এই ঘটনা কোনও সাধারণ ঘটনা নয়। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সমর্থনে কিছু সন্ত্রাসীদের দিয়ে এই হত্যাকাণ্ড ও পরবর্তীতে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজজামান দুদু, উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »