Type to search

Lead Story রাজনীতি

আরব ‘সংহতি ও স্থিতিশীলতা চুক্তি’কে অভিনন্দন জানালেন বিএনপি

৪১ তম জিসিসি সম্মেলনে ‘সংহতি এবং স্থিতিশীলতা চুক্তি’ স্বাক্ষর উপলক্ষ্যে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) নেতৃবৃন্দ ও জনগণকে বিএনপি অভিনন্দন জানিয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা গত ৫ জানুয়ারি সৌদি আরবের আল-উলায় অনুষ্ঠিত ‘সুলতান ক্বাবূস এবং শেখ সাবাহ এর সম্মেলন’ নামক ৪১তম জিসিসি সম্মেলনে ‘সংহতি এবং স্থিতিশীলতা চুক্তি’ স্বাক্ষর উপলক্ষে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) এর নেতৃবৃন্দ ও জনগণকে অভিনন্দন জানাচ্ছি। এটা আরব এবং ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য পুনরুদ্ধারে এই চুক্তিটি এক বড় অর্জন।

এছাড়াও উপসাগরীয় সংকটের মধ্যস্থতায় কুয়েত এবং এর প্রতিনিধি কুয়েতের আমীর শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ এবং সাবেক আমীর শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসাথে এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মার্কিন আমেরিকার কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পরিচিত লাভ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর সময়ে ইসলামী বিশ্ব ও এর অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য বাংলাদেশ উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে হৃদ্যতা ও ঐক্য শুধু উক্ত অঞ্চলেরই নয়, বাংলাদেশের উন্নতি ও অগ্রগতিতেও অবদান রেখেছে।

Translate »