আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপহার হিসেবে আম পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং জানায়, বিপ্লব কুমার দেব টেলিফোনে মঙ্গলবারে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুভেচ্ছা নিদর্শন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী গত রোববার ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠান।