Type to search

Lead Story আন্তর্জাতিক

আমেরিকা পুতিনকে বুঝে না: রাশিয়া

হোয়াইট হাউজ গতকাল বুধবার (৩০ মার্চ) জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সিনিয়র উপদেষ্টাদের মাধ্যমে বিভ্রান্ত হয়েছেন। এছাড়া ইউক্রেন যুদ্ধ কতটা খারাপ দিকে যাচ্ছে এবং পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর কতটা ক্ষতিকর প্রভাব ফেলছে তা রুশ উপদেষ্টারা পুতিনকে জানাতে ভয় পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যের পর পাল্টা জবাব দিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার (৩১ মার্চ) পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোভিত্তিক সাংবাদিকদের বলেন, কি ঘটতেছে এ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বা পেন্টাগনের কাছে প্রকৃত কোনো তথ্য নেই।

দিমিত্রি পেসকভ আরও বলেন, ক্রেমলিনে কি ঘটছে তারা এটি বুঝে না। ‘তারা প্রেসিডেন্ট পুতিনকে বুঝে না, আমরা কিভাবে সিদ্ধান্ত নেই তা তারা বুঝে না এবং আমাদের কাজের স্টাইলও তারা বুঝে না,’ বলেন দিমিত্রি পেসকভ।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) পর্যন্ত টানা ৩৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিবিসি।

এবিসিবি/এমআই

Translate »