Type to search

Lead Story আন্তর্জাতিক

আমেরিকার যে সিদ্ধান্তের বিরোধিতায় ইইউ নেতারা

রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধের ব্যাপারে বিরোধিতা করছেন অনেক ইউরোপিয়ান নেতা। জার্মানি, ব্রিটেন ও নেদারল্যান্ডসের নেতারা হুট করে রাশিয়ান জ্বালানি আমদানি নিষিদ্ধ করার বিরুদ্ধে সতর্ক করেছেন। সোমবার (৭ মার্চ ) আল জাজিরার এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউরোপিয়ান নেতারা বলেছেন, রুশ জ্বালানি আমদানি বন্ধ করলে অবিলম্বে বিকল্প সরবরাহ নেই।

রবিবার যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার ব্যাপারে ইউরোপিয়ান নেতাসঙ্গে কথা হচ্ছে এমন জানানো পর ইইউ নেতাদের পক্ষ থেকে এই মন্তব্য এলো।

এক বিবৃতিতে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ‘ইউরোপ ভেবেচিন্তেই নিষেধাজ্ঞা থেকে রাশিয়ার জ্বালানি সরবরাহকে অব্যাহতি দিয়েছে।’তিনি আরও বলেছেন, এই মুহূর্তে তাপ উত্পাদন, গতিশীলতা, বিদ্যুৎ সরবরাহ ও শিল্পের জন্য ইউরোপকে জ্বালানি যোগানের জন্য অন্য কোনো উপায়ে সুরক্ষিত করা যাবে না।

এবিসিবি/এমআই

Translate »