আট ঘণ্টার সফরে কক্সবাজার পৌঁছেছেন বেলজিয়ামের রানি
বাংলাদেশে সফররত বেলজিয়ামের রানি মাথিলডে আট ঘণ্টার সফরে কক্সবাজার পৌঁছেছেন। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বেসরকারি উড়োজাহাজ নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে রোহিঙ্গা ক্যাম্পের পথে রওয়ানা দেন তার গাড়িবহর।
সূত্র জানায়, কুতুপালং ক্যাম্প-৫ ও এক্সটেনশন-৪ কার্যক্রম পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে রানির। দীর্ঘ পাঁচ ঘণ্টা তিনি ক্যাম্পে অবস্থান করবেন। সোয়া ৪টার দিকে তিনি আবার কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সন্ধ্যা ৬টার দিকে তার কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
এবিসিবি/এমআই