Type to search

Lead Story জাতীয় মিডিয়া

আজ দেশে আসছে বরেণ্য সাংবাদিক গাফ্ফার চৌধুরীর মরদেহ

আজ ঢাকায় আসবে সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন মরদেহ দেশে পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। আবদুল গাফ্ফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

শুক্রবার (২৭ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সযোগে (ফ্লাইট বিজি-২০২) লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে আজ শনিবার সকাল ১১টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে তার মরদেহ। মরদেহের সাথে গাফ্ফার চৌধুরীর পরিবারের সদস্যরাও দেশে আসবেন। সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে গাফ্ফার চৌধুরীর মরদেহ গ্রহণ করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এরপর বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহিদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে এই বরেণ্য ব্যক্তিত্বকে নাগরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। সেখানে শ্রদ্ধা জানাবেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এরপর মিরপুর শহিদ বুদ্ধিজীবী করবস্থানেগাফ্ফার চৌধুরীকে  স্ত্রী সেলিমা আফরোজের কবরের পাশে সমাহিত করা হবে।

এবিসিবি/এমআই

Translate »