Type to search

Lead Story খেলাধুলা

আইসিসির দশক সেরা ওয়ানডে দলে জায়গা পেলেন সাকিব

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দশক সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া অধিনায়ক ইয়ন মরগানের দশক সেরা এই দলে জায়গা হয়নি। নিউজিল্যান্ডের অধিনায়ক ও বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসনেরও জায়গা হয়নি ।

দশক ওয়ানডে সেরা দলে জায়গা হয়নি আফ্রিদি ও বাবর আজমসহ কোনো পাকিস্তানি ক্রিকেটারের। ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল, আন্দ্রে রাসেলসহ কোনো ক্রিকেটারের জায়গা হয়নি। জায়গা পাননি আফগানিস্তান ও জিম্বাবুয়ের কোনো ক্রিকেটার।

দশক সেরা এই দলে আছেন- রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি। আইসিসির দশক সেরা ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস, মিসেল স্টার্ক, বোল্ট, ইমরান তাহির। একেবারে শেষ পজিশনে আছেন শ্রীলংকার তারকা পেসার লাসিথ মালিঙ্গা।

Translate »