Type to search

Lead Story রাজনীতি

আইসিইউতে ভর্তি খালেদা জিয়া

খালেদা জিয়া-এবিসিবি নিউজ-abcb news

আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে একটি মাইনর অপারেশনের পর তাকে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তিনি বিপদমুক্ত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, ম্যাডামের ছোট একটি বায়োপসি করা হয়েছে। অপারেশনের পর তিনি ছেলে তারেক রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথির সাথে কথা বলেছেন। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে এখন তিনি ভালো আছেন।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া সুস্থ ও বিপদমুক্ত। চিকিৎসকরা বলেছেন এখন তার বিপদের সম্ভাবনা নেই।

এর আগে সোমবার বিকেল ৩টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় তাকে। এ সময় তার একটি মাইনর একটি অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের আগে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান সিথি, তার ব্যক্তিগত ডাক্তার জাহিদ হোসেন ও ডা. আল মামুন।

এবিসিবি/এমআই

Translate »