Type to search

Lead Story অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সিডনিতে বন্যার কারণে হাজার হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ

বন্যা দেখা দেওয়ার আগেই সিডনির হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবল বর্ষণের কারণে সিডনির উপকন্ঠে ইতোমধ্যে বন্যা দেখা দেয়ায় রবিবার (৩ জুলাই) এ নির্দেশ দেওয়া হয়।

বন্যার কারণে বন্ধ রয়েছে নগরীর ভেতরের সড়ক যোগাযোগ। সিডনির পশ্চিমাঞ্চলে অন্তত ১৮টি এলাকায় স্থানান্তরের নির্দেশ জারি রয়েছে। এসব এলাকা তলিয়ে ছিল মার্চে প্রবল বন্যায়।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের জরুরি সেবা মন্ত্রী স্টেফানি কুক বলেন, এটি জীবনের জন্য হুমকিপূর্ণ জরুরি পরিস্থিতি।

সংক্ষিপ্ত নোটিশে সরে যাওয়ার জন্যে লোকজনকে প্রস্তুত থাকতে হবে বলেও তিনি সতর্ক করেন।

স্টেফানি কুক আরও বলেন, অষ্ট্রেলিয়ার পূর্ব উপকূল, উত্তর ও দক্ষিণ সিডনির ৫শ’ কিলোমিটারের মধ্যে যারা বাস করে তাদেরকে আবহাওয়ার কারণে স্কুল হলিডে ভ্রমণ পরিকল্পনা বাতিলের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় জরুরি সেবার লোকজন বন্যা কবলিতদের উদ্ধারে ২৯টি অভিযান চালিয়েছে এবং ১৪শরও বেশি কল তাদের করা হয়েছে।

মার্চে প্রবল ঝড় বৃষ্টিতে পূর্ব উপকূলে বন্যা দেখা দেয়। এ সময়ে ২০ জনের প্রাণহানি ঘটে। জলবায়ু পরিবর্তনের তীব্র শিকার অষ্ট্রেলিয়ায় বন্যা, খরা, দাবানলসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এবিসিবি/এমআই

Translate »