Type to search

Lead Story অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সিডনিতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

অস্ট্রেলিয়ার সিডনিতে মঙ্গলবার কোভিড-১৯ সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় আরো নতুন এলাকায় লকডাউন জারি করা হয়। নিউ সাউথ ওয়েলস রাজ্যের ঘোষণায় বলা হয়েছে, নতুন করে করোনায় ৩৫৬ জন সংক্রমিত হয়েছে। মধ্য জুনে ডেল্টা ধরণ শুরু হওয়ার পর একদিনে শনাক্তের এটি সর্বোচ্চ সংখ্যা।

অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির ৫০ লাখেরও বেশি মানুষ গত ৭ সপ্তাহ ধরে লকডাউনে রয়েছে। এখানে করোনা সংক্রমিত লোকের সংখ্যা ৫ লাখ আট হাজার ৫’শ জন। মারা গেছে এ পর্যন্ত ৩২ জন।

রাজ্য প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান বলেছেন, আমাদের লক্ষ্য হলো সংক্রমণ শুন্যে নামিয়ে আনা। কিন্তু দুঃখজনকভাবে গত কয়েকদিন ধরে আমরা করোনা সংক্রমণ বাড়তে দেখছি।

এদিকে উপকূলীয় বায়রন বে শহরে লকডাউন জারি করা হয়েছে। এর আগে নিউক্যাসল ও টামওর্থে লকডাউন জারি করা হয়। এছাড়া মেলবোর্নের ৫০ লাখ বাসিন্দাও ষষ্ঠবারের মতো কোভিড-১৯ প্রতিরোধী লকডাউনে রয়েছে।

সীমান্ত বন্ধ, লকডাউন, ভ্রমণের পর বাধ্যতামূলক কোয়ারেন্টিন এবং ব্যাপক পরীক্ষা ও ট্রেসিং এর মাধ্যমে অস্ট্রেলিয়া সফলভাবে এ মহামারীকে নিয়ন্ত্রণ করতে পারলেও সম্প্রতি ডেল্টা ধরণের লাগাম টেনে ধরতে দেশটিকে বেশ বেগ পেতে হচ্ছে।

এদিকে এখানে ভ্যাকসিন দেয়ার গতিও বেশ ধীর। এ পর্যন্ত মাত্র ২০ শতাংশ লোককে টিকার পুরো ডোজ দেয়া সম্ভব হয়েছে। আড়াইকোটি জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে প্রায় ৩৭ হাজার লোক। এ মহামারিতে ৯৪০ জন মারা গেছে।

Translate »