Type to search

Lead Story অস্ট্রেলিয়া আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন ৩ মে

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ  আজ শুক্রবার নির্বাচনের দিন ঘোষনা করেছেন।

৩ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বামপন্থী লেবার পার্টির নেতা আলবানিজের নেতৃত্বাধীন সরকারের তিন বছরের মেয়াদ প্রায় শেষের দিকে। আগামী ১৭ মে এর মধ্যে তাদেরকে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে।

সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, বর্তমান সরকার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমানে সমানে লড়াই করছে। প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর ২০২২ সালে ক্ষমতা হারায় রক্ষণশীলরা।

নির্বাচন নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে বৃহস্পতিবার আলবানিজ বলেছেন,  তিনি ‘শিগগিরিই’ নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি স্থানীয় এক রেডিও স্টেশনকে বলেন, ‘এটি খুব শিগগিরই ঘোষণা করা হবে।’

জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ৩ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করে আলবানিজ আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করার ঘোষণা দেবেন।

৬২ বছর বয়সী সরকার প্রধান আলবানিজ চলতি সপ্তাহের শুরুতে তাদের বার্ষিক বাজেট প্রকাশ করেছেন। এতে আশ্চর্যজনকভাবে কর কমনো ও বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে, যাতে ভোটারদের আকৃষ্ট করা যায়।

অপরদিকে বিরোধী দলের রক্ষণশীল নেতা পিটার ডাটন আলবানিজের সমালোচনা করে তার সরকারকে ‘দুর্বল’ নেতৃত্ব বলে আখ্যায়িত করেছেন এবং সরকারি অনুদানের মাধ্যমে মুদ্রাস্ফীতি উসকে দেওয়ার অভিযোগ করেন।

২০২২ সালের মে মাসে আলবেনিজদের সরকার দায়িত্ব নেওয়ার পর ডিসেম্বরে মুদ্রাস্ফীতি ৭ দশমিক ৮ শতাংশ থেকে  ২ দশমিক ৪ শতাংশে নেমে আসে। তবুও অনেক পরিবার এখনো খাদ্য, জ্বালানি ও বিদ্যুতের উচ্চমূল্যের সঙ্গে লড়াই করছে।

বার্ষিক ডেমোগ্রাফিয়া ক্রয়ক্ষমতা সূচক অনুসারে, সিডনি ও মেলবোর্নের প্রধান শহরগুলো এখন সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বিশ্বের শীর্ষ ১০ আবাসন বাজারের মধ্যে স্থান পেয়েছে।

Translate »