অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন।
দেশটিতে ভোটগ্রহণ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। চলছে গণনা। তবে দেশটির অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি), ৭ নিউজ এবং স্কাউ নিউজ অস্ট্রেলিয়ার আভাসে আলবানিজের জয়ের কথা অনুমান করা হচ্ছে।
দেশটির কোনো গণমাধ্যমেই লেবার পার্টির ৭৬ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতার খবর নিশ্চিত জানায়নি। তবে খবরে ধারণা করা হয়েছে, নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ও লিবারেল-ন্যাশনাল জোটের স্কট মরিসন সংখ্যাগরিষ্ঠতা বা সংখ্যালঘু কোনো পথেই নেই।
অস্ট্রেলিয়ার দীর্ঘতম রাজনীতিবিদদের একজন অ্যান্থনি আলবানিজ। তিনি বলেছেন, আধুনিক অস্ট্রেলিয়া প্রতিফলিত করার সময় এসেছে।
এবিসিবি/এমআই