Type to search

Lead Story জাতীয় শিক্ষা

অবশেষে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর)   সকালে রাজধানীর কারওয়ান বাজারে একটি ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি জানান, ‘আগামীকাল বুধবার (১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটির দিন হাফ পাস বা হাফ ভাড়া কার্যকর হবে না শিক্ষার্থীদের। সকাল ৭ টা থেকে রাত ৮ পর্যন্ত কার্যকর হবে হাফ ভাড়া। তবে শিক্ষার্থীদের ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে। এই সিদ্ধান্ত শুধু ঢাকা মহানগরীর মধ্যে প্রযোজ্য হবে।’

এবিসিবি/এমআই

Translate »