Type to search

Lead Story আন্তর্জাতিক

৬২ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় বোয়িং ৭৩৭ বিমান নিখোঁজ

শ্রীভিজায়া এয়ারের একটি বোয়িং (ফাইল ফটো)

 

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, ৬২ জন যাত্রীসহ একটি বোয়িং ৭৩৭ বিমান জাকার্তা থেকে আকাশে ওড়ার একটু পরেই বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।

যাত্রীবাহী উড়োজাহাজটি জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই সাগরে বিধ্বস্ত হয়েছে। আরোহীদের ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানা যায়নি।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রী বুদি করিয়া রয়টার্সকে বলেন, জাকার্তা বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে সাগরের লাকি দ্বীপে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

উদ্ধারকারী দল দ্বীপটিতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আরোহীদের কেউ জীবিত আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার দুপুরে উড়োজাহাজটি জাকার্তা থেকে পশ্চিম কালিমানতান প্রদেশের পন্তিয়ানাকের উদ্দেশে উড্ডয়নের কয়েক মিনিট পর নিখোঁজ হয়ে যায়।

স্থানীয় একজন জেলে বিবিসিকে জানিয়েছেন, তিনি একটি বিমান সাগরে ডুবে যেতে দেখেছেন।

শ্রীভিজায়া এয়ারের বিমানটি রাজধানী জাকার্তার বিমানবন্দর ত্যাগের পরই বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে কর্মকর্তারা জানাচ্ছেন।

দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ২টা ৪০ মিনিটে উড়োজাহাজটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়েছিল।

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানায়, ভারি বৃষ্টির মধ্যে উড্ডয়নের চার মিনিটের মাথায় ২৬ বছরের পুরোনো বিমানটি হারিয়ে যায়। জাভা সাগরে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এরপরই ওই এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। পাঠানো হয়েছে চারটি রণতরী। সেনা ও বিমানবাহিনীর উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

বিমানটি পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

সোশাল মিডিয়ায় কিছু ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছে যেগুলো দেখে নিখোঁজ ঐ বিমানের ধ্বংসাবশেষ বলে মনে হচ্ছে।

রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী, বিমানটি ২৭ বছর পুরোনো একটি বোয়িং ৭৩৭-৫০০।

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরেডারটুয়েনটিফোরডটকম জানাচ্ছে, বিমানটির উচ্চতা এক মিনিটের মধ্যে ৩,০০০ মিটার (১০,০০০ ফুট) পড়ে গিয়েছিল।

শ্রীভিজয়া এয়ার স্থানীয় বিমান অপারেটার।

তবে এই ফ্লাইটটি বোয়িং ৭৩৭ ম্যাক্স নয় যেটি সাম্প্রতিক বছরগুলিতে দুটি বড় ধরনের দুর্ঘটনায় পড়েছে।

এর মধ্যে প্রথমটি ঘটে ইন্দোনেশিয়ায় ২০১৮ সালের অক্টোবর মাসে।

স্থানীয় বিমান সংস্থা লায়ন এয়ারের ফ্লাইটটি ১৮৯ জন যাত্রী নিয়ে সাগরে বিধ্বস্ত হয়।

শ্রীভিজায়া এয়ারের যাত্রী লাউঞ্জ।
 বিবিসি, রয়টার্স
Translate »