Type to search

Lead Story জাতীয় স্বাস্থ্য

হুহু করে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯০০

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে শনাক্তের সংখ্যা বেড়েই চলছে। বাড়ছে মৃত্যুও। ডেঙ্গু জ্বরে শনাক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত রোগটিতে শনাক্ত হয়ে এ বছর ৯৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৯০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, রাজধানীর হাসপাতালগুলো ডেঙ্গু রোগী সামলাতে হিমশিম খাচ্ছে।

বিশেষজ্ঞরা এডিস মশা নিয়ন্ত্রণ করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক এইচএম নাজমুল আহসান জানান, গত সপ্তাহ থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আমরা ডেঙ্গু রোগী সামলাতে হিমশিম খাচ্ছি। হাসপাতালে সিটের অভাবে আমরা কিছু রোগীকে ফিরিয়ে দিচ্ছি।

তিনি আরও জানিয়েছে, দেশের সরকারি এই প্রধান হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবেদিত ওয়ার্ড ইতোমধ্যে ভর্তি হয়েছে। কর্তৃপক্ষ আলাদাভাবে বেডের ব্যবস্থা করেছে কিন্তু চাহিদা অনুযায়ী তা যথেষ্ট নয়।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদারের মতে, ডেঙ্গু রোগীর সংখ্যা ঢাকার সব সরকারি হাসপাতালের ধারণক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে, যদি শিগগিরই এটি থামানো না যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা সব রেকর্ড ভেঙে ফেলছে।

দেশের শীর্ষ সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আশরাফুল আলম জানান, প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, তবে পরিস্থিতি এখনো বিপজ্জনক স্তরে নয়।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি পরিচালক মোহাম্মদ আলি হাবিব জানান, যদিও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, তারা আলাদাভাবে ডেঙ্গুর ওয়ার্ড খুলে নি। তবে এখনো সেই ব্যবস্থা করা সম্ভব বলে জানান তিনি।

এবিসিবি/এমআই

Translate »