Type to search

Lead Story আন্তর্জাতিক

হিজাব ছোঁয়ার চেষ্টা করলে হাত কেটে ফেলবো

ভারতের উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের মধ্যে হিজাব নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করলেন দেশটির সমাজবাদী পার্টির (এসপি) নেত্রী রুবিনা খানম। অখিলেশের দলের নেত্রীর দাবি, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম অঙ্গ মেয়েদের ঘোমটা ও হিজাব। কিন্তু তা নিয়ে যে ভাবে রাজনৈতিকীকরণ করা হচ্ছে, তা ঘৃণ্য।

শনিবার (১২ ফেব্রুয়ারি) এই নেত্রীর হুঙ্কার, ‘যে হাত হিজাব ছোঁয়ার চেষ্টা করবে, সে হাত কেটে ফেলা হবে।’

শুক্রবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলনে নেমেছিলেন কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধকরণের প্রতিবাদে। আর শনিবার আলিগড়ে উপস্থিত হন উত্তরপ্রদেশের এসপি নেত্রী রুবিনা।

হিজাব-বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের মা-বোনদের সম্মান নিয়ে খেলার চেষ্টা করলে তারাও ঝাঁসির রানি, রাজিয়া সুলতানা হয়ে উঠতে সময় নেবেন না। হিজাবে হাত দিলে সে হাত কেটে ফেলবেন তারা।’

রুবিনার আরও বলেন, যে রাজনৈতিক দলই সরকার চালাক না কেন, নারীদের দুর্বল ভাবার মতো ভুল যেন তারা না করে।

এবিসিবি/এমআই

Translate »