Type to search

Lead Story আন্তর্জাতিক

সীমা লঙ্ঘন করবেন না: আমেরিকাকে চীনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি দিয়েছে চীন। ‘সালামি স্লাইসিং’ কৌশল ব্যবহার করে চীনের লাল রেখাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও সতর্ক থাকতে হবে বলে জানিয়েছে চীন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে ফোনালাপে এই হুঁশিয়ারি দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

গতকাল শুক্রবার করা ফোনালাপে ওয়াং ই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র চীনের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। ওয়াশিংটনকে অবশ্যই বেইজিংয়ের বৈধ উদ্বেগকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ওয়াশিংটন বেইজিংয়ের রেড লাইনকে অতিক্রম করার চেষ্টা করছে।

_কারখানা  2_original_1663042766

ওয়াং ই বলেন, নিয়ম করে প্রতিনিয়ত একতরফাভাবে অন্যদের ধমক দেওয়ার পুরোনো অভ্যাস অবশ্যই বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রকে। ওয়াং ই এর এই হুঁশিয়ারিই বলে দিচ্ছে বিশ্বের দুই পরাশক্তি ও দুই বৃহত অর্থনীতির দেশের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। গত মাসে জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাত করেছিলেন। ঐ সময় তাদের আলোচনায় গুরুত্ব পেয়েছিল তাইওয়ান ইস্যু।

গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং জোর দিয়েছিলেন যে দুই পক্ষের উচিত দুই রাষ্ট্রপ্রধানের বালি ঐকমত্যকে ব্যাবহারিক নীতি এবং সুনির্দিষ্ট কর্মে রূপান্তরিত করার দিকে মনোনিবেশ করা। ওয়াং বলেন, ‘চীন-মার্কিন যুক্তরাষ্ট্রের পথপ্রদর্শক নীতির বিষয়ে পরামর্শ বাড়াতে হবে। সম্পর্ক মানে সব স্তরে সংলাপকে উন্নীত করা এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে দুই দেশের মধ্যে সুনির্দিষ্ট সমস্যা সমাধান করা।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্লিনকেন ওয়াং ইর সঙ্গে ফোনালাপে ‘যোগাযোগের উন্মুক্ত লাইন বজায় রাখা এবং দায়িত্বের সঙ্গে ইউএস-পিআরসি ‘পিপলস রিপাবলিক অব চায়না) সম্পর্ক পরিচালনা করার প্রয়োজন’ নিয়ে আলোচনা করেছেন। -রয়টার্স

এবিসিবি/এমআই

Translate »