Type to search

Lead Story আন্তর্জাতিক

সালমান রুশদিকে ছুরিকাঘাত করা হয়েছে: নিউইয়র্ক পুলিশ

লেখক ও সাহিত্যিক সালমান রুশদির ওপর হামলার ঘটনা ঘটেছে।  শুক্রবার (১২ আগস্ট) নিউইয়র্ক স্টেটে এ হামলা হয়েছে। পুলিশ ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দ্য স্যাটানিক ভার্সেস বইটি লেখার পর সালমান রুশদিকে অসংখ্যবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা বলেন, চৌতাকুয়া ইন্সটিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সাবেক এই বুকার পুরস্কার বিজয়ী। এ সময় তাঁরা এক ব্যক্তিকে মঞ্চে দৌড়াতে দেখেছেন। ওই ব্যক্তি রুশদির সঙ্গে পরিচিত হওয়ার ছলে ঘুষি বা ছুরিকাঘাত করেছিলেন।

বিবিসি বলেছে, চৌতাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সাবেক বুকার পুরস্কার জয়ী এই লেখক। এই সময়ে তার ওপর হামলার ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা এক লোককে মঞ্চে দৌড়ে উঠতে যেতে দেখেছে। এরপর রুশদিকে হয় ঘুষি মেরেছে বা ছুরিকাঘাত করেছে।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। তাতে দেখা গেছে, রুশদির ওপর হামলা হলে উপস্থিত লোকেরা মঞ্চের দিকে ছুটে যায়।

এবিসিবি/এমআই

Translate »