Type to search

Lead Story রাজনীতি সারাদেশ

সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে স্ত্রীর করা জিডি তদন্তের নির্দেশ

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে স্ত্রী ডা. জাহানারা এহসানের করা নির্যাতনের অভিযোগের সাধারণ ডায়েরি (জিডি) আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন।

রবিবার (৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক(এসআই) রাজিব হাসান জিডিটি তদন্তের অনুমতির প্রার্থনা করেন।

এর আগে, গত শনিবার মামলাটির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার সাব-ইন্সপেক্টর রাজিব হাসান জিডিটি তদন্তের অনুমতির জন্য আদালতে পাঠান।

গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান প্রথমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ডা. মুরাদের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের অভিযোগ করেন। এরপর বিকেলে মুরাদের স্ত্রী রাজধানীর ধানমন্ডি থানায় একটি জিডি করেন।

এবিসিবি/এমআই

Translate »