Type to search

Lead Story সারাদেশ

সাতক্ষীরায় করোনাভাইরাসের উপসর্গে ৮ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও  আট জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ে, ৪ জুলাই শনিবার পর্যন্ত ভাইরাসটিতে পজিটিভ শনাক্ত হয়ে জেলায় মারা গেছেন মোট ৭৫ জন। আর উপসর্গ নিয়ে ৩৭১ জন মারা গেছেন।

 

এদিকে সাতক্ষীরায় ফের কমেছে করোনার সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ। এর আগেরদিন পজিটিভ শনাক্তের হার ছিল ৪০ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও জেলা কোভিড-১৯ বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Translate »