সত্য প্রকাশ করায় আঁতে ঘা লেগেছে লুটেরা চক্রের বললেন রিজভী

টিআইবি ও সিপিডি সত্য প্রকাশ করায় মন্ত্রী-এমপি আর লুটেরা চক্রের আঁতে ঘা লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি ‘ডামি’ নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে কোন কোন ব্যক্তি টাকা-সম্পদের পাহাড় গড়েছেন, তার তালিকা প্রকাশ করেছে। এই সরকারের মন্ত্রী বিদেশে ২ হাজার ৩১২ কোটি টাকার ব্যবসা করলেও হলফনামায় এ তথ্য গোপন করেছেন; সেই তথ্যও উঠে এসেছে। এই সত্য প্রকাশ করায় আঁতে ঘা লেগেছে লুটেরা চক্রের। এতেই যেন জ্বলে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, সিপিডির প্রতিবেদনে ১৫ বছরে ব্যাংক থেকে জাল-জালিয়াতির মাধ্যমে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের চিত্র তুলে ধরে বলা হয়েছে, এটি আংশিক চিত্র। প্রকৃত তথ্য আরও ভয়াবহ। এ টাকার বড় অংশই বিদেশে পাচার করা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে ভারত আরেকটি ওয়ান-ইলেভেন ঠেকালেও ১৮ কোটি জনগণের রুদ্ররোষ থেকে আওয়ামী লীগ পার পাবে না।-সমকাল
এবিসিবি/এমআই